আজকাল ওয়েবডেস্ক: ইউপিআই বিভ্রাট। আচমকা অনলাইন লেনদেনে সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী। ডাউনডিটেক্টর জানাচ্ছে, ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআইয়ে বিভ্রাট দেখা দিয়েছে, কারণ ইতিমধ্যে বহু ব্যবহারকারী জানিয়েছেন তাঁরা টাকা পাঠাতে পারছেন না, অনালাইনে পেমেন্ট করতে পারছেন না। তথ্য, বুধবার সন্ধের পরে এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। হিসেব, সন্ধে সাতটার পরে অন্তত ২৩ হাজার অভিযোগ জমা পড়েছে এই প্রসঙ্গে।
Is UPI down? Anyone facing the issue? #Upidown
— Sumit Mishra (@SumitLinkedIn)Tweet by @SumitLinkedIn
ইতিমধ্যেই বহু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁদের গুগলপে এবং ফোনপে-সহ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলি কাজ করছে না। অনেকেই প্রাথমিকভাবে মনে করেছিলেন নেটওয়ার্ক সমস্যা। বেশ কিছুক্ষণেও সমস্যার সমাধান না হওয়ায়, প্রশ্ন করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Anyone facing UPI app issues or just me facing?? #phonepe #gpay #paytm
— Anoop CSKian ???? (@Anoopraj_7)Tweet by @Anoopraj_7
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এখন সঙ্গে নগদ টাকা না থাকলেও দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে ফেলা যায় অনায়াসে, ট্রেনে টিকিট কাটা যায়, বেশ কিছু জায়গায় বাসে, অটোয় ভাড়াও দেওয়া যায়। কাউকে কয়েক হাজার বা লক্ষাধিক টাকা পাঠাতে গেলে সবসময় ব্যাঙ্কেও যেতে হয় না। কারণ প্রযুক্তি এখন হাতের মুঠোয় এনে দিয়েছে অ্যাপ। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার এখন অনেকের অভ্যাস। এই পরিস্থিতিতে আচমকা সেগুলি কাজ না করায়, সমস্যায় পড়েছেন বহু মানুষ।
