আজকাল ওয়েবডেস্ক: ১৭ বছরের মেয়ে। তার আচরণে বিরক্ত। আর তা থেকেই মেয়েকে একেবারে খুনের বরাত। তবে তাতে যা ঘটল, জানলে চমকে যাবেন।প্রাণ গেল মায়েরই।
৩৫ বছরের অলকা, ১৭ বছরের মেয়ের আচরন বিরক্ত হয়ে মেয়েকেই খুনের পরিকল্পনা করেন। ৩৮ বছর বয়সী সুভাষ সিংকে সেই দায়িত্ব দেন, দেন টাকাও। এতদূর পর্যন্ত তাঁর পরিকল্পনা মাফিক হলেও, মাঝে একটি তথ্য জানতে পারেননি অলকা, আর তাতেই চরম বিপত্তি।
অলকা জানতে পারেননি, সুভাষ আদতে তাঁর মেয়ের প্রেমিক। সেই প্রেমিকের কাছেই গিয়েছিলেন প্রেমিকাকে খুনের বরাত নিয়ে। তাতে ঘটল উল্টো। সুভাষ খুন করেন অলকাকেই।
সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, অলকা এর আগে পাড়ার এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায়। অলকা তার সম্পর্ককে জানতেও পারেননি। মেয়েকে মামাবাড়ি পাঠিয়ে দেন। সেখানেই ফোনে আলাপ, কথাবার্তা এবং প্রেম হয় সুভাষের সঙ্গে। তবে অলকা সুভাষের নাম জানতে পারেননি। সুভাষকেই ৫০ হাজার টাকা দেন মেয়েকে খুনের জন্য।
সুভাষ টাকা নেয়, এবং অলকার মেয়েকে তার মায়ের সমস্ত পরিকল্পনা জানিয়েও দেয়। সে তার মাকেই খুনের পরিকল্পনা দেয়। খুনের ঘটনায় সুভাষ এবং ওই নাবালিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
