আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি কানপুরে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এক যুবতী সড়কের মাঝে প্রকাশ্যে বন্দুক দেখিয়ে নাচ করছেন। খবর মারফত জানা গিয়েছে ইনস্টাগ্রাম রিলের জন্য তৈরী এই ভিডিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তুমুল ক্ষোভ নেটিজেনদের। জনসমক্ষে অস্ত্র প্রদর্শনের জন্য তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ভিডিওটিতে শাড়ি পরা যুবতীকে কানপুর-দিল্লি হাইওয়ের একটি স্থানে ভোজপুরি গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। প্রকাশ্যে এমন ভিডিও করার জেরে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে৷ পাশাপাশি অস্ত্রটির লাইসেন্স আছে কিনা তাও যাচাই করা হবে৷ খবর মারফত জানা গিয়েছে যুবতী কানপুরের বাসিন্দা৷ ইতিমধ্যেই কানপুর পুলিশের কাছে খবরটি পাঠান হয়৷ 

শালিনী পান্ডে নাম ওই যুবতীর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। তিনি ইনস্টাগ্রামে নিজের নামে যেই পেজটি পরিচালনা করেন, তাঁর ৬০,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি তাঁর অ্যাকাউন্টে ২,৫৫০ টিরও বেশি পোস্ট করেছেন। ফলস্বরূপ অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁর তীব্র সমালোচনা করেছেন। পুলিশকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন,'এই ধরণের মানুষদের লাইসেন্স বাতিল করা উচিৎ। এসএসপি এবং ডিএমের কাছে আমার হাতজোড় করে এই অনুরোধ।'

বর্তমানে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত করছে। অভিযুক্তকে জেরা করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। 

এর আগে 'লখনউ কুইন' নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক ইনফ্লুয়েন্সার সিমরান যাদব লখনউয়ের একটি হাইওয়েতে পিস্তল উঁচিয়ে ভিডিও রিল করে ভাইরাল হয়েছিলেন।ভিডিওটিতে তাঁকে বন্দুক নাড়িয়ে ভোজপুরি গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। লখনউ পুলিশ ভিডিওটি লক্ষ্য করে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।