আজকাল ওয়েবডেস্ক:  স্কুলের গেট থেকে খুলে ফেলা হল আব্দুল হামিদের নাম। পাল্টে দেওয়া হল স্কুলের নামও। স্কুলের নয়া নাম হল-  পি এম শ্রী কম্পোজিট স্কুল। কর্তৃপক্ষের এই পদক্ষেপে শোরগোল পড়েছে। 

 

 

কে এই আব্দুল হামিদ? 

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক ছিলেন আব্দুল হামিদ। পেয়েছিলেন মরণোত্তর পরমবীর চক্র। তাঁর নাতি জামিল আহমেদ জানিয়েছেন, মাত্র চারদিন আগে স্কুলটি নতুন করে রং করার কাজ শেষ হয়। তারপরই স্কুলের নাম বদলে দেওয়া হল। শহিদ হামিদ বিদ্যালয়–এর পরিবর্তে নাম দেওয়া হয়েছে পি এম শ্রী কম্পোজিট স্কুল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্ষোভ প্রকাশ করেছেন পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত আব্দুল হামিদের পরিবারের সদস্যরা। এই পরিবারের তরফে জানানো হয়েছে, ওই স্কুল দীর্ঘ দিনের। আব্দুল হামিদ-ও ওই স্কুলেই পড়েছেন। তারপর প্রাক্তন ছাত্রের গৌরব-কীর্তির জেরে ওই স্কুলের নাম হয়েছিল শহিদ হামিদ বিদ্যালয়।

 

 

স্কুলের কর্মকর্তাদের মতে, সম্প্রতি ধামুপুর গ্রামের স্কুলটির নামকরণ করা হয়েছে 'পি এম শ্রী কম্পোজিট স্কুল'। কেন স্কুলের নাম বদল? জবাবে প্রধান শিক্ষক অজয় কুশওয়াহার জানান, পরে ওই স্কুলের নাম ফের আব্দুল হামিদের নামেই হবে। কিন্তু কবে? তা নিশ্চিৎ করতে পারেননি প্রধান শিক্ষক। তিনি স্কুলের এডুকেশন অফিসার হেমন্ত রাওয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।