আজকাল ওয়েবডেস্ক: পিছন থেকে দেখে মনে হবে সাধারণ একটি বাইকে দু'জন সওয়ারি রাস্তা দিয়ে চলেছেন। কাছে যেতেই ভাঙে ভুল। বাইকটির চালকের এক হাতে হাতকড়া। হাতা বাঁধা রয়েছে দড়িও। সওয়ারিকে দেখে সকলে অবাক। হেলমেট মাথায় চাপিয়ে বসে রয়েছেন এক পুলিশকর্মী। বাইকচালক অভিযুক্ত। পুলিশকে বাইকের পিছনে বসিয়ে নিজেই থানায় যাচ্ছেন তিনি। এই কীর্তিকলাপের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
UP: मैनपुरी पुलिस का अजब-गजब कारनामा आया सामने हथकड़ी लगा मुजरिम सिपाही को बाइक से ले जा रहा।
— Manish Yadav (@ManishY78062388)
पेशी के लिए ले जाते बाइक पर ले जाने का वीडियो मुजरिम खुद सिपाही को बाइक पर बैठाकर ले जा रहा।
थाना भौंगांव क्षेत्र का बताया जा रहा मामला।@mainpuripolice जांच कर कार्रवाई
करे। pic.twitter.com/0qIvU4fddCTweet by @ManishY78062388
একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাতকড়া পরা এক যুবক বাইক চালাচ্ছেন। পিছনে বসে রয়েছেন উর্দি পরা এক পুলিশকর্মী। মাথায় হেলমেট। চালকের আসনে থাকা যুবকের হাতে দড়ি বেঁধে তা বাইকের পিছনে বসে শক্ত করে ধরে রয়েছেন ওই পুলিশকর্মী।
ঘটনাটি উত্তরপ্রদেশের মৈনপুরী এলাকায় ঘটেছে। ভিডিওটি সমাজমাধ্যমে পোস্ট করা হলে তা মৈনপুরী পুলিশের নজর কাড়ে। পুলিশ জানিয়েছে, বাইকের পিছনের আসনে যে পুলিশকর্মীকে দেখা গিয়েছে, প্রথমে তিনিই নাকি বাইক চালাচ্ছিলেন। শীতের সকালে ঠান্ডা লাগছিল বলে অভিযুক্তকে বাইক চালানোর নির্দেশ দেন। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
