আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মন্ত্রী সোমেন্দ্র তোমারের ভাগ্নে নিখিল শেষপর্যন্ত রাস্তার ফল বিক্রেতার সঙ্গে হাতাহাতিতে জড়ালেন। মামলা গড়াল থানা পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনা শনিবার বিকেলে মিরাট শহরের। 

শহরের রাস্তায় সরু গলির মধ্যে বসেছে বাজার। সেখান দিয়েই চলাচল করছে মানুষ, ছোট-বড় গাড়ি। ফলে যানজটে নাজেহাল পরিস্থিতি। সেই গলিতেই ঢুকেছিল পেল্লাই একটি স্করপিও গাড়ি। তারই সওয়ারী ছিলেন মন্ত্রী সোমেন্দ্র সিং তোমারের ভাগ্নে নিখিল-সহ বেশ কয়েকজন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, নিখিলের স্করপিও গাড়ির উল্টোদিক দিয়ে একটি টোটো এসে পড়েছিল। ফলে কোনও গাড়িই চলাচল করতে পারছিল না সরু গলি দিয়ে। ফলে নিখিল ওই টোটোটিকে রাস্তার একপাশে থেমে যেতে বলেন। টোটোওয়ালাও সেই কথা শুনে টোটো একপাশে সরিয়ে নেয়। 

কিন্তু টোটো পাস কাটিয়ে এগোনোর  পথ পাচ্ছিল না। কারণ তার সামনেই রাস্তাজুড়ে বসেছিল ফুলের দোকান। নিখিল উপায় না দেখে দোকানটিকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার জন্য বলেন। যা করতে নারাজ ফুল বিক্রেতা। শেষপর্যন্ত শুরু হয় তর্কাতর্কি। চলে বচসা। গাড়ি থেকেও নেমে আসেন নিখিল, তাণর বন্ধু ও দেহরক্ষী। 

কথায় কাজ হচ্ছে না দেখে নিখিলের মাথা গরম করে ফেলেন। ফুল বিক্রেতাকে থাপ্পড় মারেন। তখন ফুল বিক্রেতা বাঁচাতে এগিয়ে আসেন এক মহিলা ও বৃদ্ধা। তাঁরাও নাছোড়। শেষে দেহরক্ষী নিখিলকে সরিয়ে দেন। কিন্তু, রক্ষী ফুল বিক্রেতার সমর্থনে দাঁড়ানো মহিলার চুল টেনে সরিয়ে দেন। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। 

চার মিনিটেরও বেশি সময় ধরে এই অবস্থা চলার পর, নিখিলের গাড়ি চলে যায়। এরপর উভয় পক্ষ থানায় যায়। কিন্তু তাঁরা পারস্পরিকভাবে সিদ্ধান্ত নেন যে, কোনও পক্ষই আর কোনও পদক্ষেপ করবেন না।