আজকাল ওয়েবডেস্ক: ২০১৮ সালের মামলা, সেই মামলায় ফের সমন কংগ্রেস নেতা, সাংসদ রাহুল গান্ধীকে। অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। সেই মামলায় ফের তলব করা হয়েছে কংগ্রেস নেতাকে। ১৬ ডিসেম্বর হাজিরার নির্দেশ দিয়েছে এমএলএ/এমপি আদালত। মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ওই বিজেপি নেতা জানিয়েছেন, বেঙ্গালুরুতে রাহুল গান্ধী অমিত শাহকে হত্যায় অভিযুক্ত বলে উল্লেখ করেছিলেন। দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি তা মেনে নিতে পারেননি। সেই কারণেই কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। যে মামলা চলছে গত ৫ বছর ধরে। ২০১৮ সালের আগস্ট মাসে সুলতানপুর জেলা আদালত এবং বিধায়ক-সাংসদ আদালতে দায়ের করা হয়েছিল। বিধায়ক-সাংসদ আদালতের বিচারক যোগেশ কুমার যাদব ১৬ ডিসেম্বর রাহুল গান্ধীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, কর্ণাটকের ভোটের আগে বেঙ্গালুরুতে ২০১৮ সালে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল।