আজকাল ওয়েবডেস্ক: আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। কেন্দ্রীয় এজেন্সির একের পর এক সমন এড়িয়ে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির তুলনা টেনে এনে কেজরিওয়ালকে কটাক্ষ করেন লেখি। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে দেখে শিক্ষা নেওয়া উচিত কেজরিওয়ালের। তিনি ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর তদন্তকারী দলের সামনে ১২ ঘন্টা ধরে বসেছিলেন। তদন্তকারী অফিসারদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। এভাবেই এজেন্সির মুখোমুখি হওয়া যায়। নাটক করে এজেন্সিকে এড়িয়ে যাওয়া নয়।
প্রসঙ্গত, একটি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পাঁচবার ইডির সমন এড়িয়ে গিয়েছেন। বিজেপির প্রতিহিংসার রাজনীতি নিয়ে বারে বারে সরব হয়েছে আপ নেতারা। লেখি এদিন সরব ছিলেন আপের করা বিধায়ক কেনাবেচার বিষয়টি নিয়েও। লেখি বলেন, আপের কাছে যদি সঠিক প্রমাণ থাকে তবে তা সামনে নিয়ে আসুক। তবে তা না করে আপ শুধুই বাজার গরম করছে। প্রসঙ্গত, বিধায়ক কেনাবেচার বিষয়টি নিয়ে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ কেজরিওয়ালকে একটি নোটিস দিয়েছে। এই নোটিসের উত্তর কেজরিওয়ালকে তিনদিনের মধ্যে দিতে হবে। কেজরিওয়ালের নোটিসের উত্তর পাঠিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকে।
প্রসঙ্গত, একটি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পাঁচবার ইডির সমন এড়িয়ে গিয়েছেন। বিজেপির প্রতিহিংসার রাজনীতি নিয়ে বারে বারে সরব হয়েছে আপ নেতারা। লেখি এদিন সরব ছিলেন আপের করা বিধায়ক কেনাবেচার বিষয়টি নিয়েও। লেখি বলেন, আপের কাছে যদি সঠিক প্রমাণ থাকে তবে তা সামনে নিয়ে আসুক। তবে তা না করে আপ শুধুই বাজার গরম করছে। প্রসঙ্গত, বিধায়ক কেনাবেচার বিষয়টি নিয়ে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ কেজরিওয়ালকে একটি নোটিস দিয়েছে। এই নোটিসের উত্তর কেজরিওয়ালকে তিনদিনের মধ্যে দিতে হবে। কেজরিওয়ালের নোটিসের উত্তর পাঠিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকে।
