আজকাল ওয়েবডেস্ক: 'দেবভূমি' উত্তরাখণ্ডে চলতি মাসেই 'অভিন্ন দেওয়ানি বিধি' আইন কার্যকর হবে। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশনে 'অভিন্ন দেওয়ানি বিধি' সংক্রান্ত বিল পাশ করিয়েছিল ধামী সরকার। সেই প্রথম দেশের কোনও রাজ্যের বিধানসভায় এই বিল পাশ হয়েছিল। এর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই বিলে অনুমোদন দেন। চলতি বছরের অক্টোবরে বিধানসভার ছাড়পত্র পাওয়ার পরেই ওই আইন কার্যকরের গেজেট নোটিফিকেশন জারির খসড়া নির্দেশিকা তৈরি করে ধামী সরকার। 

বিজেপি জিতলেই 'অভিন্ন দেওয়ানি বিধি' কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে ২০২২ সালে উত্তরাখণ্ডের বিধানসভা ভোটের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামী। ভোটে জিতে ক্ষমতায় ফেরার পরেই সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হন তিনি। উত্তরাখণ্ডে 'অভিন্ন দেওয়ানি বিধি' কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গড়ে সে রাজ্যের সরকার। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছিল বিলের খসড়া।

অভিন্ন দেওয়ানি বিধি কী?
দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইন। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মত ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে ভারতে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটিই আইন থাকবে। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছে, ভারতব্যাপী নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টা করবে রাষ্ট্র। 

'অভিন্ন দেওয়ানি বিধি' মোতাবেক সকল ধর্মের পুরুষদের বহুবিবাহ বন্ধ এবং একত্রবাস নথিভুক্ত করার আইনের কথা বলা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী, রেজিস্ট্রি বিবাহ বাধ্যতামূলক করা হয়েছে। আর যদি কোনও যুগল লিভ-ইন করতে চান, তবে অবশ্যই তাদের পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে। আর যদি তাঁদের বয়স ২১ বছরের নীচে হয়, তবে বাবা, মায়ের সম্মতির প্রয়োজন। ধর্ম নির্বিশেষে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছর করা হয়েছে।  লিভ-ইন সম্পর্কে থাকা যুগলের যদি সন্তান হয়, তবে শিশুরা আইনি স্বীকৃতি পাবে। সন্তান দত্তক নেওয়ার নিয়ম আরও সহজ করার কথা বলা হয়েছে। এ ছাড়াও সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের সমান অধিকার থাকবে। জন্ম দেওয়া সন্তান এবং দত্তক নেওয়া সন্তান, এই আইনে উভয়ই সম্পত্তির ক্ষেত্রে সমানাধিকার পাবে।