আজকাল ওয়েবডেস্ক: জোটেনি চাকরি। দিনরাত খোঁটা দিতেন বান্ধবী। অপমানে শেষমেশ আত্মঘাতী হলেন ২৭ বছরের এক তরুণ। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই ঘর থেকেই একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে নয়ডা সেক্টর ৭৩-এ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ময়াঙ্ক চান্দেল। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি চাকরি পাননি। বেকারত্ব নিয়েই বান্ধবী দিনরাত খোঁটা দিতেন। দিনের পর দিন অপমানিত হয়ে, অবশেষে ফাঁকা ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। 

পুলিশ জানিয়েছে, ময়াঙ্ক উত্তরপ্রদেশের শাহাজানপুরের বাসিন্দা ছিলেন। তরুণের বান্ধবী বান্দা জেলার বাসিন্দা। তাঁরা এক কলেজেই ইঞ্জিনিয়ারিং পড়েছেন। সাত বছরের বন্ধুত্ব তাঁদের। গত চার বছর লিভ ইন সম্পর্কে ছিলেন। নয়ডার একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তরুণী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পান। কিন্তু তরুণ এখনও পর্যন্ত বেকার ছিলেন। 

সুইসাইড নোটে ময়াঙ্ক লিখেছেন, চাকরি না পাওয়ায় বান্ধবী কথা শোনাতেন। 'সারাদিন বাড়িতে খাও আর ঘুমাও। আর কোনও কাজ নেই।', এমন খোঁটা প্রায়শই দিতেন। গত কয়েক বছরে নিত্যদিন বান্ধবীর খোঁটা সহ্য করেছেন। তবে এই পদক্ষেপের জন্য কেউ দায়ী নয় বলেও উল্লেখ করেছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে।