আজকাল ওয়েবডেস্ক: অ্যাম্বুল্যান্স ভাড়া করতে হাজার হাজার টাকার দাবি। অর্থাভাবের কারণে অ্যাম্বুল্যান্স ভাড়া করতে পারেনি পরিবার। শেষমেশ একটি গাড়ির মাথায় ছেলের দেহ বেঁধে হাসপাতালে নিয়ে গেল বাবা-মা। ঘটনাটি জানাজানি হতেই চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। বেরিনাগের একটি পরিবার ছেলের দেহ গাড়ির মাথায় বেঁধে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পিথোরাগড়ের একটি গ্রামে আত্মঘাতী হন এক যুবক। দেহটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রথমে অ্যাম্বুল্যান্সে খবর দেয় পরিবার। কিন্তু অ্যাম্বুল্যান্স ভাড়া করার জন্য চালক ১০ থেকে ১২ হাজার টাকা চান। অর্থাভাবের কারণে অ্যাম্বুল্যান্স ভাড়া করতে পারেনি পরিবার। 

এরপরই গ্রামের এক গাড়ি চালককে তাঁরা খবর দেন। ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছন তিনি। এসইউভি গাড়ির মাথায় যুবকের দেহ বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটির বিষয়ে জানতে পারেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। রাজ্যের স্বাস্থ্য সচিবকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। উত্তরাখণ্ডের স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। এ ঘটনায় যে বা যারা দোষী প্রমাণিত হবে, তাদের কড়া শাস্তির মুখোমুখি হতে হবে। রাজ্যে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার দিকেই নজর রাখবে রাজ্য সরকার।