আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ডধারীদের জন্য সুখবর। UIDAI আবারও দেশের কোটি কোটি আধার কার্ডধারীদের বড় স্বস্তি দিল। আধার কার্ডে নথি আপলোড করার শেষ তারিখ এখন এক বছর বাড়ানো হয়েছে। আগে ডকুমেন্ট-সহ বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল চলতি বছরের ১৪ জুন। কিন্তু, সেই সময়সীমা বাড়ানো হল। এখন তা বাড়িয়ে ২০২৬ সালের ১৪ জুন করা হয়েছে। UIDAI সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে এই তথ্য দিয়েছে।

 

?ref_src=twsrc%5Etfw">June 14, 2025

কাদের জন্য ডকুমেন্ট-সহ আধার আপডেট প্রয়োজন?

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, যাদের ১০ বছর বা তার থেকেও পুরনো আধার কার্ড আছে তাদের পরিচয় এবং ঠিকানার প্রমাণ-সহ আধার আপডেট করতে হবে। অর্থাৎ, যদি আপনার ১০ বছরের পুরনো আধার কার্ড থাকে এবং এই সময়ের মধ্যে একবারও আধার আপডেট না করা হয়, তাহলে আপনাকে সেটি আপডেট করতে হবে, অন্যথায় আপনার আধার কার্ড বাতিল হতে পারে।

আধার আপডেটের জন্য এই নথিগুলির প্রয়োজন হবে:

আধার আপডেটের জন্য, আপনার দু'টি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে। প্রথম পরিচয়পত্র এবং দ্বিতীয় ঠিকানার প্রমাণপত্র। সাধারণত, আধার কেন্দ্র আধার আপডেটের জন্য ৫০ টাকা চার্জ করে। তবে UIDAI অনুসারে, এই পরিষেবার সময়সীমা আগামী বছরের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে করা হয়েছে। আপনি পরিচয়পত্র হিসাবে প্যান কার্ড এবং ঠিকানার জন্য ভোটার কার্ড দিতে পারেন।

নিজে কীভাবে আধার আপডেট করবেন?

মোবাইল বা ল্যাপটপ থেকে UIDAI ওয়েবসাইটে যান। এর পরে আপডেট আধার বিকল্পে ক্লিক করুন।

এখন আপনার আধার নম্বর লিখুন এবং OTP ব্যবহার করে লগইন করুন। এরপর ডকুমেন্ট আপডেট এবং যাচাই করুন-এ ক্লিক করুন।
এখন নীচের ড্রপ তালিকা থেকে পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান করা কপি আপলোড করুন।

এখন সাবমিট-এ ক্লিক করুন। এর পরে আপনি একটি অনুরোধ নম্বর পাবেন এবং ফর্মটি জমা দেওয়া হবে।
আপনি অনুরোধ নম্বর থেকে আপডেটের অবস্থাও পরীক্ষা করতে পারবেন।

কিছু দিনের মধ্যেই আপনার আধার আপডেট করা হবে।