আজকাল ওয়েবডেস্ক: বাবা মারা গিয়েছেন। অথচ মা সম্পর্ক রেখেছেন অন্য আরেকজনের সঙ্গে। তা মেনে নিতে পারেননি দুই ভাই। তাই হত্যা করেছেন মায়ের প্রেমিককে।
মৃতের ছেলে অজয় একটি মামলা দায়ের করেছেন। দুই ভাই সঞ্জয় এবং জয়েশ ঠাকরের নামে। যে লোকটিকে হত্যা করা হয়েছে তাঁর নাম রতনজি ঠাকুর। জানা গিয়েছে, গত ১৫ বছর আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। ওই দুই ভাই লোকটিকে তাদের মায়ের কাছ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সে কথা কানে তোলেননি তাঁরা। দীর্ঘদিন ধরে সম্পর্ক রেখে গিয়েছেন পরস্পরের সঙ্গে।
এরপর রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ছুরি এবং রড। কীভাবে খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে? জানা যায়, পুলিশ তাদের ট্র্যাক করতে তাদের মোবাইলের অবস্থান লক্ষ্য করে। লোকেশন দেখেই ধরা গিয়েছিল দুই ভাইকে। জানা যায়, বাইকে চেপে পালিয়েছেন তাঁরা। ওই দুই ভাইয়ের বিরুদ্ধে খুন ও প্ররোচনার মামলা রুজু হয়েছে।
