আজকাল ওয়েবডেস্ক: মুম্বইতে নির্মম ঘটনা। ৯ বছরের পড়ুয়াকে গৃহশিক্ষিকা এমন মারলেন যে সঙ্গে সঙ্গে তার ব্রেন হেমারেজ হয়ে যায়। পড়ুয়াকে দুবার টেনে চড় মারেন তার গৃহশিক্ষক। এরপরই তাকে ভর্তি করাতে হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। চড় মারার পর প্রতি সময় ওই পড়ুয়ার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, রত্না সিং নামে ওই শিক্ষিকা।
পড়ুয়াকে তার শিক্ষিকা এতটাই জোরে চড় মারে যে তার কানের দুলটি কানেই আটকে যায়। এরপর বেশকিছু সময় ধরে সে কানে শুনতে পায়নি। এরপর বাড়িতে ফেরার পর তার পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ধরা পড়ে তার ব্রেন হেমারেজ হয়েছে। তার মুখের মাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কানের পর্দায় গুরুতর চোট লেগেছে।
বিগত নদিন ধরে সে হাসপাতালের ভেন্টিলেটরে রয়েছে। ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। তার ভিত্তিতে ওই গৃহশিক্ষিকাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন যেভাবে ওই পড়ুয়া আহত হয়েছেন তাতে কতদিনে সে নিজের আগের অবস্থায় ফিরতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এই ঘটনার জেরে ওই গৃহশিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় এলাকায়।
