আজকাল ওয়েবডেস্ক: বুধবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন মুলুক। স্বাভাবিক ভাবেই, বন্ধু ট্রাম্পের আচমকা এহেন আচরণ কেন? প্রশ্ন উঠছে তা নিয়েও। যদিও ট্রাম্প জানিয়েছেন, ঠিক কোন কারণে ভারতের উপর চড়া শুল্ক-হার চাপালেন তিনি।
তবে ট্রাম্পের ঘোষণার পরে প্রথম বিবৃতি দিল কেন্দ্র। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতির একটি বিবৃতি সরকার লক্ষ্য করেছে। সরকার এর প্রভাবগুলি অধ্যয়ন করছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য আলোচনায় নিযুক্ত রয়েছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।'
একই সঙ্গে জানানো হয়েছে, জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির উদাহরণ তুলে ধরে, কেন্দ্র একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, 'সরকার আমাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে, যেমনটি ব্রিটেনের সঙ্গে সর্বশেষ বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সহ অন্যান্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রে হয়েছে।' সর্বভারতীয় একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর তেমনটাই।
একের পর এক দেশের উপর আগেই শুল্ক চাপিয়েছে আমেরিকা। আশঙ্কা ছিল ভারতকে নিয়ে। মাঝে মাঝেই ভারতের প্রতি বাণিজ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আভাস দিলেও, আশঙ্কা ছিলই শুল্কের পরিমানের দিকে। বুধবার জানা গেল, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন মুলুক। কবে থেকে চালু হবে এই নিয়ম নিয়ম? জানা গিয়েছে, অন্যান্য দেশের মতোই আগামী ১ আগস্ট থেকেই ভারতের উপরেও এই নিয়ম লাগু হয়ে যাবে।
ভারতের উপর ২৫ শতাংশ কেন শুল্ক আরোপের ভাবনা মার্কিন মুলুকের, ট্রুথ সোশ্যালে পোস্ট করে তা জানিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, 'মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। ওদের সঙ্গে ব্যবসার বিষয়ে নানা বিরক্তকর বাধা রয়েছে যার সঙ্গে আর্থিক বিষয়ের কোনও যোগ নেই।' তারপরেই ট্রাম্প লেখেন, 'এছাড়াও তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের সাথে রাশিয়ার শক্তির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তখন এসব কিছুই ভাল লাগছে না। তাই এবার থেকে ভারত ২৫% শুল্ক প্রদান করবে, এবং উপরোক্ত বিষয়ে জন্য একটি জরিমানাও দিতে হবে, যা পয়লা আগস্ট থেকে শুরু হবে।'
— Rapid Response 47 (@RapidResponse47)Tweet by @RapidResponse47
ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে স্পষ্ট, রাশিয়া এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্কের জন্যই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, এর আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে ভাল চোখে দেখছেন না তিনি। মঙ্গলবারেই বড় আভাস দিয়েছিলেন, ভারতের উপর যে কোনও সময়ে শুক্ল চাপাতে পারে মার্কিন মুলুক।
