আজকাল ওয়েবডেস্ক: মাঝ রাস্তায় এ কী হল! একের পর এক গাড়িকে টেনে হিঁচড়ে গুঁড়িয়ে দিচ্ছে কন্টেইনার, থেঁতলে গেলেন যুবতী। ভয়াবহ, মর্মান্তিক দুর্ঘটনা। মাঝ রাস্তায় কন্টেইনারের ব্রেক ফেইল। নিয়ন্ত্রণ হারাতেই যানজটের রাস্তায় মুহূর্তে ঘটে গেল অভাবনীয়, মর্মান্তিক দুর্ঘটনা। বিরাটাকায় কন্টেইনার ট্রেলার প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা জুড়ে একের পর এক গাড়িকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। বড় বড় গাড়ি, নিমেশে দেশলাই বাক্সের মতো চুরমার পরিস্থিতি। ঘটনায় প্রাণ গিয়েছে একজনের। আহত অন্তত ১৮ জন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হাড় হিম করা দুর্ঘটনার পরের মুহূর্ত।
ঘটনাস্থল মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে। শনিবার বিকেলে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে খোপোলি থানা সীমানার আডোশি টানেলের কাছে একটি কন্টেইনার ট্রেলারের ব্রেক ফেল করার পর, একে একে সংঘর্ষ হয় অন্তত ২৫টি গাড়ির সঙ্গে। পুনে থেকে মুম্বই অভিমুখে যাওয়া ওই ট্রেলারের আচমকা ব্রেক ফেইলের কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন না। প্রাথমিকভাবে যান্ত্রিক গলযোগকেই কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। শিউরে ওঠা পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অনিতা সহদেব এখান্ডের। ধারাশিব জেলার পাডোলি গ্রামের বাসিন্দা অনিতার বয়স বছর ৫৮। একটি এসইউভিতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি যাচ্ছিলেন গন্তব্যে। মাঝরাস্তায় তাঁদের গাড়ি পড়ে দুর্ঘটনার কবলে।
Le Breaking - Accident on Mumbai Pune Expressway at Khopoli, Multiple Vehicles Damage, No Casualty Reported yet, Rescue Operation underway#MumbaiRains #Mumbaipuneexpressway #TrafficJaam #Accident #ContainerTruck #Outofcontrol #Khopoli pic.twitter.com/cbg2FHFT9d
— Irshad (@IrshadMumbaikar)Tweet by @IrshadMumbaikar
দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়িটি দ্রুত গতিতে ছিল এবং দুর্ঘটনার রেশ এতটাই তীব্র ছিল সে, ওই কন্টেইনার অন্যান্য গাড়িগুলিকে অন্তত সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। খোপোলি পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত যান্ত্রিক ত্রুটির তদন্ত করছে। পুলিশ ২৯ বছর বয়সী ট্রেলার চালক রাজেশকুমার রামসুমের প্যাটেলকেও গ্রেপ্তার করেছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা করে হেল্প ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, ওই স্বেচ্ছাসেবকদের একজন, ভক্তি সাথেলকার জানিয়েছেন দুর্ঘটনায় ১৭ আসনের একটি গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়ির যাত্রীরা সকলেই গাড়ির ভিতরে ছিলেন বলে জানা গিয়েছে। মোট সাতটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। সর্বেশ পাওয়া তথ্য অনুসারে, দুর্ঘটনার কবলে পড়া আহতদের মধ্যে সতেরো জনকে কামোঠের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং একজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, রোগীদের পর্যবেক্ষণের পর চিকিৎসক জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে একজনের অবস্থা আশঙ্কাজনক, ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে। আরেকজন রোগীর অবস্থাও তুলনামূলকভাবে গুরুতর এবং তার সার্ভিকাল মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। অন্যদের মধ্যে, দুজন রোগীর পেলভিক ফ্র্যাকচার, একজনের কলার হাড় ভেঙে গেছে এবং আরও তিনজনের বিভিন্ন ধরণের ফ্র্যাকচার হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন মহিলা এবং দুজন পুরুষ, যার মধ্যে ৯ বছরের একটি শিশুও রয়েছে।আহতদের মধ্যে বোম্বে হাইকোর্টের একজন বিচারকের স্ত্রী রয়েছেন বলেও খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
