আজকাল ওয়েবডেস্ক: ৭ মে 'অপারেশন সিঁদুর'এ ভারতীয় সশস্ত্র বাহিনীর সুনির্দিষ্ট হামলায় ১০০-র বেশি জঙ্গি নিহত হওয়ার পর, পাকিস্তানে তাদের শেষকৃত্যের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, পাকিস্তান সেনাবাহিনী ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা সন্ত্রাসীদের শেষ যাত্রায় অংশ নিয়েছেন।

রবিবার, ভারতীয় বাহিনী জানায়, যারা জঙ্গিদের 'জানাজায়' উপস্থিত ছিলেন, তাদের মধ্যে রয়েছেন —

লেফটেন্যান্ট জেনারেল ফয়াজ হুসেইন শাহ (IV কোর, লাহোর)

মেজর জেনারেল রাও ইমরান সারতাজ (১১তম ইনফ্যানট্রি ডিভিশন)

ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরকান শাব্বির

পাঞ্জাব পুলিশের আইজি ড. উসমান আনোয়ার

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য মালিক সোহাইব আহমেদ ভেড়থ


মুরিদকেতে লস্কর-ই-তইবা নেতা ও মার্কিন ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী হাফিজ আবদুর রউফ তিনজন নিহত জঙ্গির অন্ত্যষ্টির নামাজ পড়ান। এই কর্মকাণ্ডে জামাত-উদ-দাওয়ার সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারাও অংশ নেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী বলেন, "সাধারণ নাগরিকদের শেষকৃত্যে পাকিস্তানের পতাকায় মোড়া হয় না। এ দৃশ্য প্রমাণ করে ওরা জঙ্গিদের রাষ্ট্রের সমর্থন দিচ্ছে।"

এই হামলা ছিল ২৬ জন নিহত হওয়া পাহলগাঁও হামলার জবাব। অভিযানে মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়— এর মধ্যে ৪টি পাকিস্তানে ও ৫টি পিওকে-তে অবস্থিত।

মুরিদকে ও বাহাওয়ালপুর, যা যথাক্রমে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের ঘাঁটি, অন্যতম টার্গেট ছিল।