আজকাল ওয়েবডেস্ক: দেশে তৈরি হয়েছে বিজেপি বিরোধী আইএনডিআইএ বা 'ইন্ডিয়া'জোট। সেখানে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ দেশের বিভিন্ন বামপন্থী দলগুলি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সমবেতভাবে লড়াইয়ের ডাক দেওয়া হলেও এখনও গোটা দেশে সেভাবে গড়ে ওঠেনি বামপন্থী দলগুলির নিজেদের মধ্যে ঐক্য। বহু ক্ষেত্রেই খোলাখুলি মতবিরোধ লক্ষ্য করা গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই 'ঐক্য' ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ আন্দোলনের রুপরেখা তৈরি করতে দিল্লিতে মিলিত হল বাম দলগুলি। 

 

রবিবার ২২ ডিসেম্বর দিল্লিতে এই বৈঠকে দেশের বাম দলগুলির একেবারে শীর্ষ নেতৃত্বের এই বৈঠক থেকে অন্যান্য বিষয়ের সঙ্গে আরেকটি যে বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হল নিজেদের মধ্যে আলাপ আলোচনা বাড়ানো এবং যৌথ আন্দোলন তৈরি করা। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সংবিধান প্রণেতা ড: বিআর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে দেশজুড়ে জনমত গড়ে তুলতে নামা হবে। তারই অঙ্গ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর 'প্রতিবাদ দিবস' হিসেবে পালন করা হবে। 

 

দেশে ইতিমধ্যেই আলোচ্য একটি বিষয় হল 'এক দেশ এক ভোট'। যা ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভা সমর্থন জানিয়েছে। বাম দলগুলির বৈঠকে কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলা হয়েছে তারা এর ঘোরতর বিরোধী।  তারা মনে করে এর জন্য সংবিধান সংশোধনের যে প্রস্তাব আনা হয়েছে তা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর উপর সরাসরি আঘাত।  বৈঠকে ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআইএম পলিটব্যুরোর কো-অর্ডিনেটর প্রকাশ কারাট, সিপিআইএম (লিবারেশন)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আরএসপি'র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য এবং অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের পক্ষে ছিলেন ধর্মেন্দ্র বর্মা।