আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে পরিবারের উপর ভয়াবহ হামলা। পিলিভিট টাইগার রিজার্ভে বেড়াতে গিয়ে এক পরিবার ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলো। খবর অনুযায়ী, একটি বাঘ তাদের সাফারি জিপসির ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালায়। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন পর্যটকেরা। চালক কোনওমতে দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারলেও, বাঘটি ততক্ষণে তার নখ দিয়ে গাড়ির গা আঁচড়ে দিয়েছে। গোটা ঘটনায় ভীত সন্ত্রস্ত সকলে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে পিলিভিটের পুরানপুরের বাসিন্দা নীতিন আগরওয়াল শনিবার তাঁর পরিবারের ১০ সদস্যকে নিয়ে জঙ্গলে ঘুরতে যান। তাঁর কথায়, ছেলেমেয়েদের আবদারেই সেখানে যাওয়া৷ বাঘের এই সংরক্ষিত এলাকায় প্রথমবার আসা তাঁদের।

ঘটনার কথা মনে করে নীতিন জানান, ঘটনার দিন দুপুরবেলা জঙ্গলের ঝোপে কিছু একটা নড়তে দেখে চালক গাড়ির গতি কমিয়ে দেন। সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর থেকে শিশুরা মোবাইলে ভিডিও করা শুরু করে। কিন্তু এর পরেই দৃশ্য পাল্টে যায়। বাঘটি আচমকা জিপটিকে তাড়া করতে শুরু করে। নীতিনের বক্তব্য, চালক যখন পরিস্থিতি বুঝে গতি বাড়াতে যান, ততক্ষণে বাঘটি একদম কাছে চলে আসে এবং গাড়িতে হামলা করে। তবে গাড়িটি অপেক্ষাকৃত উঁচু হওয়ায় যাত্রীদের দিকে বাঘটি পৌঁছাতে পারেনি।

ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, পর্যটকেরা বাঘটিকে দেখে আনন্দে আত্মহারা, একে অপরকে দেখিয়ে উত্তেজিতভাবে কথা বলছেন। কিন্তু বাঘটি তাঁদের জিপের দিকে এগিয়ে আসছে বুঝতে পেরেই তাঁদের উত্তেজনা নিমিষে আতঙ্কে পরিণত হয়। সবাই "পালাও, পালাও!" বলে চিৎকার করতে থাকেন। চালকও কোনওমতে দ্রুত জিপ চালিয়ে এলাকা ছাড়েন।

জানা গিয়েছে, এই ঘটনার পর অনেক পর্যটকই জঙ্গলে প্রবেশ করতে ভয় পাচ্ছেন। যদিও বন দপ্তরের কর্তারা এই হামলার বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

প্রসঙ্গত, ২০০৮ সালে তৈরি হয়েছে এই পিলিভিট টাইগার রিজার্ভ। এটি প্রায় ৭২৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই অঞ্চল বেঙ্গল টাইগার-সহ নানা বিপন্ন প্রজাতির প্রাণীর নিরাপদ আশ্রয়। বাঘ সংরক্ষণে এর গুরুত্ব অপরিসীম।