আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে সম্প্রতি বৃষ্টিপাতের কারণে দুই মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রাঁচিতে৷ সোনাহাতু এলাকায় বজ্রপাতে দুই মহিলার মৃত্যু হয়। অন্য এক ঘটনায় দেখা যায় স্কুল থেকে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফেরার সময় দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুই ঘটনায় ঝাড়খন্ডবাসী ভীত সন্ত্রস্ত।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথম ঘটনা রাঁচি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সোনাহাতু থানা এলাকার সাওদিহ গ্রামে। দুপুরে দুই মহিলা তাঁদের গবাদি পশু চরাতে গিয়ে একটি পুকুরের ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় তাঁদের উপর বজ্রপাত হয়। নিহতদের নাম রমণী দেবী (৬১) এবং দ্রৌপদী দেবী (৪০)। ময়নাতদন্তের জন্য মৃতদেহ স্থানীয় হাসপাতালে পাঠান হয়েছে।দ্বিতীয় ঘটনাটি ঘটে বাশারতোলিতে। রাঁচি শহরের লোয়ার বাজার থানা সীমানায় । বাবলু ওরাওঁ (৪০) নামে এক ব্যক্তি তাঁর দুই সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটি দেয়াল ভেঙে পড়ে। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাকালীন ব্যক্তিটি মারা যান।
সোমবার বিকেলে রাঁচি জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রধান প্রধান রাস্তাগুলিতে জল জমতে দেখা যায়। নিম্নাঞ্চলে বন্যা। সোমবার সকাল ৮.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত রাঁচিতে ৪৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ঝাড়খণ্ডে ১০২ শতাংশ বৃষ্টিপাতের আধিক্য রেকর্ড করা হয়েছে। এই সময়ে স্বাভাবিক ১২২.৬ মিমি বৃষ্টিপাতের বদলে ২৪৭.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। রাঁচিতে রাজ্যের সর্বোচ্চ আধিক্য ২৬৫ শতাংশ।
