আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে এক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন এক পরিবারের তিন সদস্য। অগ্নিদগ্ধ আরও ১২ জন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে।

বুধবার সন্ধ্যায় অন্ধ্রের জিয়াগুড়ায় একটি পাঁচতলা ভবনের নিচে আগুন লাগে। নিচের তলায় ছিল সোফা তৈরির কারখানা। সেই কারখানা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। অগ্নিকাণ্ডের সময় উপরের তলায় ছিলেন বহু বাসিন্দা। দাউ দাউ করে যখন আগুন জ্বলছিল, সেই সময়ে ভিতরে আটকে পড়েন ২০ জন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর পাশাপাশি চলে উদ্ধারকাজ। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে ভিতর থেকে উদ্ধার করে পুলিশ। এর মধ্যে এক পরিবারের তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। বুধবার রাতে চিকিৎসা চলাকালীন তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দশ বছরের এক নাবালিকাও ছিল।

দমকলের প্রাথমিক অনুমান, কারখানায় কিছু দাহ্য পদার্থ ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর দাহ্য পদার্থের উপস্থিতির কারণে দ্রুত তা ছড়িয়ে পড়ে।