আজকাল ওয়েবডেস্ক: দশতলার ফ্ল্যাটে ঘুমোচ্ছিলেন, ঘুমন্ত অবস্থায় পা ফিরতে গিয়েই আজব ঘটনা! পাশ ফিরতে গিয়েই জানালা দিয়ে সোজা নীচে পড়ে গেলেন প্রৌঢ়। এই অবস্থার পরিণতি নিশ্চিত মৃত্যু। কিন্তু রাখে হরি মারে কে, সৌভাগ্যবশত, প্রৌঢ়ের পা অষ্টম তলার একটি ফ্ল্যাটের গ্রিলে আটকে যায়। এরপর প্রায় এক ঘণ্টার চলে টানাপোড়েন। তৈরি হয় ভয়াবহ পরিস্থিতির। শেষে দমকল কর্মীদের দড়ি ও সেফটি বেল্টের সাহায্যে প্রৌঢ়কে নিরাপদে উদ্ধার করা হয়।

ঘটনাটি গত বুধবার সকাল ৮টা নাগাদ ঘটেছে। ৫৭ বছর বয়সী নিতিনভাই আদিয়া সুরাটের জাহাঙ্গীরপুরার টাইমস গ্যালাক্সি ভবনে তাঁর ফ্ল্যাটের জানালার কাছে ঘুমিয়ে ছিলেন, তখনই তিনি নীচে পড়ে যান। অষ্টম তলার একটি গ্রিলে তার পা আটকে যাওয়ায় পতন থেমে যায়।

ভাইরাল ভিডিও-তে দেখা যায়, আদিয়া উল্টোভাবে ঝুলছেন এবং তাঁর পা গ্রিলের বাক্সের মধ্যে ওপর থেকে আটকে আছে। যন্ত্রণায় ছটফট করছেন প্রোঢ়।

আদিয়ার প্রতিবেশীরা দমকল বাহিনীকে খবর দেন এবং জাহাঙ্গীরপুরা, পালনপুর ও আডাজান—এই তিনটি ফায়ার স্টেশনের দল ঘটনাস্থলে ছুটে আসে। তার পা যাতে বার করা যায়, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা ওপরের তলা থেকে দড়ি ও সেফটি বেল্টের সাহায্যে তাঁকে সুরক্ষিত করেন।

ভিডিওতে দেখা যায়, আদিয়াকে মুক্ত করার চেষ্টা করার সময় দমকল কর্মকর্তা ও বাসিন্দারা নীচে একটি নিরাপত্তা জাল ধরে আছেন। অবশেষে যখন তাঁকে টেনে তোলা হয়, তখন সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছে।