আজকাল ওয়েবডেস্ক: দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরে জল কেড়ে নিল জীবন। বিজেপি শাসিত রাজ্যের কেলেঙ্কারি ফাঁস। বিষাক্ত জল খেয়ে মৃত্যুমিছিল মধ্যপ্রদেশে। অসুস্থ হয়ে পড়েছেন আরও শতাধিক বাসিন্দা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। টানা আটবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেয়েছে ইন্দোর। সেই শহরেই এবার কেলেঙ্কারি। বিষাক্ত জল খেয়ে একের পর এক মৃত্যু। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে পড়েছিলেন আরও ৬০ জন।হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকেই।
জানা গেছে, গত এক সপ্তাহ ভাগীরথপুরা এলাকায় বিষাক্ত জল খেয়েই বিপত্তি ঘটেছে। সেই জল খেয়ে ওই এলাকায় একের পর এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। অনেকেই হাসপাতালে ভর্তি হন। এখনও বহু বাসিন্দাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যার পরেই জেলা শাসক ও স্বাস্থ্য আধিকারিকরাও নড়েচড়ে বসেছেন।
গত ২৮ ডিসেম্বর ৭০ বছরের নন্দলাল পাল ঘনঘন বমি, ডায়রিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টের পর তিনি মারা যান। পরিবারের অভিযোগ, দিন কয়েক আগেই ওই এলাকায় বিষাক্ত জল খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। শুধুমাত্র মঙ্গলবারেই ভর্মা হাসপাতালে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন বিষাক্ত জল খাওয়ার পর। গতকাল পর্যন্ত ভর্মা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০ জন। ত্রিবেণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকে।
স্থানীয়রা জানিয়েছেন, বিষাক্ত জল খাওয়ার পরেই ডায়রিয়া, ঘনঘন বমি, পেট ব্যথার মতো উপসর্গ দেখা দেয় সকলের। গত এক সপ্তাহে ১৫০ জন অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পরেই তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।
প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ওই এলাকায় খননকার্য চলছে গত কয়েকদিন ধরেই। কয়েকটি জলের পাইপলাইন লিক হয়ে যায়। এই এলাকায় নর্মদা নদীর জল সরবরাহ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলে গন্ধ, দূষণ নিয়ে অতীতেও একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। গত কয়েকদিনে ওই দূষিত জলের গন্ধ নিয়েও সোচ্চার হন সকলে। তারপরেও কোনও উপযুক্ত পদক্ষেপ করা হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই জলের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করে পরীক্ষা শুরু হয়েছে। বিষমুক্ত করার জন্য ওই জলের পাইপলাইন পরিষ্কার করার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
এদিকে বিজেপি শাসিত রাজ্যের সবচেয়ে পরিচ্ছন্ন শহরে জলের কেলেঙ্কারিতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘিরে প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেসের নেতা, কর্মীরা। সোমবার বিক্ষোভ দেখান তাঁরা। রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এক হাজার ১৩৮টি বাড়ি ঘুরে ঘুরে তদন্ত চলছে। ওই জল খেয়ে বর্তমানে আর কেউ নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
