আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। কর্মবিরতিতে চলে গিয়েছেন চিকিৎসকেরা। দেশজুড়ে চলছে বিচারের দাবিতে আন্দোলন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি।
দুজনেরই দাবি ছিল, দেশে ধর্ষণ রুখতে কড়া আইন প্রণয়ন করুক কেন্দ্র। নারী নির্যাতনের মত স্পর্শকাতর ইস্যুতে আরও কড়া আইন কেন আনা উচিত সেই কারণও লেখা হয়েছে চিঠিতে। সেই চিঠির পরই নারী নির্যাতনের ইস্যুতে কড়া আইন আনার আশ্বাস দিলেন খোদ প্রধানমন্ত্রী। শনিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন মোদি। সেখানে বক্তব্য রাখার সময় মোদি এই ইস্যু তোলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'নাবালিকার ওপর নির্যাতনের ঘটনার শাস্তি হিসেবে বর্তমানে মৃত্যুদণ্ডের শাস্তি রয়েছে। কিন্তু কোন অত্যাচারে কী শাস্তি সেটা স্পষ্ট ভাবে উল্লেখ নেই। যেটা উল্লেখ হয়েছে এখনকার ন্যায় সংহিতা আইনে। রাজ্য সরকারগুলির পাশে সবরকম ভাবে আছে কেন্দ্র। এই ধরনের অপরাধে কঠোর শাস্তি হওয়া উচিত।' ন্যায় সংহিতা আইনের উল্লেখ করে মোদি বলেন, 'এই আইনে এখন ঠিক সময়ে এফআইআর হচ্ছে। আগে যেটা হত না। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় থানায় না এসেও ই-এফআইআর দায়ের করা যাচ্ছে।'
