আজকাল ওয়েবডেস্ক: একসময় কাজ করেছেন কপিল শর্মার সঙ্গে। হাসি ফুটিয়েছেন অসংখ্য মানুষের মুখে। কিন্তু নিজের জীবনেই দুঃখের শেষ নেই। এমনটাই জানালেন কৌতুকশিল্পী সিদ্ধার্থ সাগর। সমাজমাধ্যমে সম্প্রতি সিদ্ধার্থ জানিয়েছেন, শিল্পীর মা প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলো দখল করে নিয়েছিলেন। সিদ্ধার্থের আরও অভিযোগ, খাবারে মাদকও মিশিয়ে দিতেন মা।

 

 

কৌতুকশিল্পী ২০০৯ সালে কমেডি সার্কাস দিয়ে আত্মপ্রকাশ করেন। কৃষ্ণা অভিষেক এবং সুদেশ লেহরির সঙ্গে কাজ করেন। কিন্তু প্রচারের আলোয় আসেন কপিল শর্মার কমেডি শোতে। কিন্তু কৌতুকাভিনেতা হিসেবে তাঁর এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। জীবনে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে। একসময় মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। থাকতে হয় নেশামুক্তি কেন্দ্রে। পাশাপাশি, নিজের মায়ের সঙ্গেই সম্পত্তি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।

 

 

সম্প্রতি সমাজমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন সিদ্ধার্থ। তাঁর মা নাকি খাবারের সঙ্গে বাইপোলার ডিসঅর্ডার নামক এক অসুখের ওষুধ মিশিয়ে দিতেন। সেই ওষুধের প্রভাবে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। এখানেই থেমে থাকেননি তিনি। দাবি করেছেন, মা প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে তাঁর সম্পত্তি দখল করে নিয়েছেন। গোটা ঘটনায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। বর্তমানে অনেক সুস্থ তিনি।