আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৩০ জন মাওবাদী। ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই বাঁধে মাওবাদীদের। সেই অভিযানেই মৃত্যু হয় ৩০ জনের, এমনটাই জানিয়েছে সেনাবাহিনী। উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র।
ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ উদ্যোগে অভিযান শুরু করে শুক্রবার দুপুর সাড়ে ১২ টা থেকে। আগে থেকে পুলিশের কাছে খবর ছিল মাওবাদী গতিবিধির বিষয়ে। সে সম্পর্কে নিশ্চিত হয়ে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গিয়ে ওর্চা এবং বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে বৃহস্পতিবার পৌঁছে গিয়েছিল যৌথ বাহিনী। তারা এসব গ্রামে চিরুনি অভিযান চালায়।
 
 এরপর শুক্রবার দুপুরে নেন্দুর-থুলথুলির কাছে জঙ্গলে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ৩০ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। তবে বেশ কিছু মাওবাদী এখনও বনের গভীরে লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও বলেছেন, যে এই অভিযান অনেক বড় এবং সাফল্য পাওয়ার জন্য  নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নকশালবাদ তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। রাষ্ট্র থেকে নকশালবাদ অবশ্যই নির্মূল হতে চলেছে। এবং এই নিয়ে তাঁর প্রতিজ্ঞা আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে নকশালবাদের অবসান হয়ে যাবে।
