আজকাল ওয়েবডেস্ক:  'ড্রাই স্টেট' বিহার, ২০১৬ সাল থেকেই সে রাজ্যে নিষিদ্ধ মদ বিক্রয়। মদ্যপান, মদ বিক্রির বিরুদ্ধে লাগাতার প্রচার চালায় সে রাজ্যের সরকার। আর সেই 'ড্রাই স্টেট' বিহারের রাস্তায় দেখা গেল মত্ত অবস্থায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে বরযাত্রীর দল। 


বিহারের মুজফফরপুরের ঘটনায় একযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে  শুধু নিজেরা মত্ত ছিল তাই নয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছে উদ্ধার হয়েছে মদের বোতল। জানিয়েছে বিয়েতে উপহার দেওয়ার জন্য সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার ছাড়াও, মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ, সঙ্গেই আটক করেছে দুটি গাড়িকে। ঘটনায় ৭ জন মদ বিক্রেতাকে আটক করা হয়েছে। 

বিহারে মদ নিষিদ্ধ হলেও, একাধিকবার এই ঘটনা প্রকাশ্যে এসেছে। যদিও সরকার ২০১৬ থেকে টানা মদ বিরোধী প্রচার অভিযান চালাচ্ছে। এসবের মাঝেই প্রশান্ত কিশোর নিজের নতুন দল তৈরির পরেই ঘোষণা করেছিলেন, তাঁর দল বিহার ভোট জিতলেই, কয়েকঘণ্টার মধ্যেই এই 'নিষিদ্ধ-নিয়ম' তুলে দেবেন। জন সূরজ উপনির্বাচনে লড়লেও, সেকরম আশাপ্রদ ফল করতে পারেনি।