আজকাল ওয়েবডেস্ক : চলতি মাস থেকে গুনতে হবে বেশি টাকা। যদি আপনি এটিএম থেকে টাকা তোলেন। তবে জানেন কী এবিষয়ে আরবিআই একটি গাইডলাইন বেঁধে দিয়েছে। যদি সেটি মেনে চলতে পারেন তাহলে দেখতে পাবেন আপনার এটিএম থেকে বাড়তি টাকা তুলতে বেশি খরচ হচ্ছে না।
আরবিআই-য়ের নির্দেশিকা অনুসারে যদি নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৫ বার টাকা তোলেন তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে না। অন্যদিকে যদি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনবার টাকা তোলেন তাহলেও কিন্তু আপনাকে বেশি টাকা দিতে হবে না। এই নিয়মটি বর্তমান সময়ে চলছে। তবে এর থেকে বেশি যদি টাকা তুলতে হয় তাহলে আপনাকে বাড়তি টাকা দিতে হবে।
তবে যদি নির্ধারিত থেকে বেশিবার আপনাকে টাকা তুলতে হয় তাহলে প্রতিবারে আপনাকে কত টাকা দিতে হবে সেই বিষয়টি আপনারও জানা থাকা দরকার। এতদিন পর্যন্ত যেখানে ২১ টাকা দিতে হত সেখানে এবার থেকে দিতে হবে ২২ টাকা করে। ফ্রি লিমিটের বেশি হলেই নিজের পকেট থেকে এই টাকা আপনাকে গুনতে হবে।
এই ব্যবস্থার মাধ্যমে ব্যাঙ্কগুলির বাড়তি মুনাফা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে থাকা এটিএমগুলি আরও বেশি করে সক্রিয় থাকবে। এনপিসিআই জানিয়েছে গ্রাহকদের কথা মাথায় রেখেই তারা কাজ করতে চান। সেখানে যদি গ্রাহকদের উপর বাড়তি চাপ না পড়ে সেদিকেও নজর রাখা হবে।
প্রসঙ্গত, বাজেটের দিনই সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে। এই বদলগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। তবে এটিএমগুলি সঠিকভাবে যাতে রক্ষণাবেক্ষণ করা যায় সেদিকে জোর দিতেই ব্যাঙ্কগুলির পক্ষ থেকে এই ধরণের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যদি একটু নিয়ম করে নিজেদের টাকা তুলতে পারেন তাহলে বাড়তি খরচ গুনতে হবে না। সেখানে নিজের টাকা থাকবে নিজের কাছেই।
