আজকাল ওয়েবডেস্ক: ভারত ও আমেরিকার বহু প্রতীক্ষিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ঘোষণা হতে চলেছে ৮ জুলাইয়ের মধ্যেই। বাণিজ্য মন্ত্রকের স্পেশাল সেক্রেটারি ও প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে। সূত্রের খবর, দুই দেশের মধ্যে যাবতীয় শর্তে সম্মতি মিলেছে।

এই চুক্তি আসছে একেবারে ‘nick of time’-এ, কারণ ৯ জুলাই শেষ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘রিসিপ্রোকাল ট্যারিফ’-এর সময়সীমা। এপ্রিল ২ তারিখে ট্রাম্প প্রশাসন ২৬% আমদানি শুল্ক স্থগিত করেছিল ভারতের ওপর, যা ৯ জুলাই পর্যন্ত বলবৎ। যদিও ১০% প্রাথমিক শুল্ক এখনও বহাল। ভারত চাইছে এই অতিরিক্ত ২৬% শুল্ক থেকে পুরোপুরি ছাড়। চলতি বছরের অক্টোবরের মধ্যে একটি পূর্ণাঙ্গ, বহুক্ষেত্রভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) চূড়ান্ত করতে চাইছে উভয় দেশ। কৃষি, গাড়ি, শিল্পজাত পণ্য এবং শ্রমনির্ভর পণ্য এই অন্তর্বর্তী চুক্তির মূল ফোকাস।

তবে কৃষি ও দুগ্ধ খাত ভারতের জন্য সবচেয়ে স্পর্শকাতর। ভারত এখনও পর্যন্ত কোনও মুক্ত বাণিজ্য চুক্তিতে দুগ্ধ খাত খোলেনি। অন্যদিকে, আমেরিকা চাইছে শিল্পজাত পণ্য, ইলেকট্রিক গাড়ি, ওয়াইন, পেট্রোকেমিক্যালস, দুধ, আপেল, ট্রি নাটস ও জিএম ফসলের ওপর শুল্ক ছাড়। ভারতের চাওয়া, রপ্তানিযোগ্য শ্রমনির্ভর পণ্যের ক্ষেত্রে যেমন— বস্ত্র, গয়না, চামড়াজাত সামগ্রী, জামাকাপড়, প্লাস্টিক, কেমিক্যাল, চিংড়ি মাছ, তেলবীজ, আঙুর ও কলার মতো পণ্যের ওপর মার্কিন শুল্কে ছাড় দেওয়া হোক। চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা।