আজকাল ওয়েবডেস্ক: মার্কিন নির্বাচনের আগে মাস্ক ও ট্রাম্পের তরফে ভারতে ব্যবসার পুঁজি ঢালার সবুজ সংকেত মিলেছিল, যা সত্যি হতে চলেছে। টেসলা কোম্পানির পক্ষ থেকে লিঙ্কডিনে একটি চাকরির বিজ্ঞাপনে মুম্বই ও দিল্লি শহরের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। সম্প্রতি মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ততা টেসলা কর্তা ইলন মাস্কের। তারপরই টেসলার ভারতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত বেশ তাৎপর্যবাহী।

টেসলা লিঙ্কডিন-এ বেশ কিছু পদে লোক নিয়োগের জন্য পোস্ট করেছে। এরপরই মনে করা হচ্ছে যে, ভারতে বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় টেসলা খাতা খুলতে চলেছে। ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী, ভারতে ১৩ রকমের চাকরির পদে লোক চাইছে টেসলা। এর মধ্যে রয়েছে সরাসরি বাজার ও গ্রাহক ধরার ময়দান অন্যদিকে অভ্যন্তরীণ ঝক্কি সামলানোর পদের লোকও। টেসলা সার্ভিস টেকনিসিয়ান্স, অ্যাডভাইজরি পদেও লোক চেয়েছে। এছাড়াও কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার, ডেলিভারি অপারেশন্স স্পেশালিস্ট পদে লোক নেওয়া হবে শুধুমাত্র মুম্বইয়ের জন্য। 

ভারতে টেসলা বিনিয়োগের উৎসাহ আগেও দেখিয়েছিল। কিন্তু ভারতের চড়া শুল্কনীতির কারণে তারা পিছিয়ে গিয়েছিল। 

যেসব গাড়ির দাম ৪০,০০০ ডলারের উপরে ছিল, গত কেন্দ্রীয় বাজেটে সরকার তার বেসিক কাস্টমস ডিউটি ১১০ শতাংশ থেকে ৭০ শতাংশ করে দেয়। যার ফলে বিলাসবহুল ইভি প্রস্তুতকারক বাজারে আকর্ষণীয় দরজা খুলে দেওয়া হয়েছিল। 

চিনের তুলনায় ভারতের বৈদ্যুতিক গাড়ির ব্যবসা এখনও কম। ফলে টেসলা ভারতের বাজারে নামলে তা উভয়ের পক্ষেই অত্যন্ত লাভজনক হতে পারে।