আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের কাঠুয়াতে সেনাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের বন্দুকের ডগায় তাঁদের হয়ে খাবার তৈরি করতে বাধ্য করেছিল। এরপর জম্মু-কাশ্মীরের কাঠুয়াতে সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর কাছ থেকে তাঁদের অস্ত্র ছিনিয়ে নেওয়াই জঙ্গিদের প্রধান টার্গেট ছিল বলেই জানা গিয়েছে।

তবে জঙ্গিদের এই হামলার পরও ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কাছে হার মানতে হয় তাঁদের। তবে জঙ্গিদের এই হামলার ফলে ৫ সেনা জওয়ানের মৃত্যু ঘটে। পাঁচ সেনা জওয়ানদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও ছিলেন। কাঠুয়া জেলার বাডনোটা গ্রামের কাছে আসতেই সেনাবাহিনীর কনভয়ে হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। টহলদারী ভ্যানের উপর এই হামলার জেরে প্রথমে বেসামাল হয়ে পড়ে ভারতীয় সেনা। পরে পরিস্থিতি সামলে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাও।

বিগত এক মাসের মধ্যে জম্মুতে জঙ্গিদের এটি পঞ্চম হামলা ছিল। খবর মিলেছে, জঙ্গিরা বর্তমানে প্রত্যন্ত গ্রামগুলিকে টার্গেট করছে। এই সমস্ত গ্রামের বাসিন্দাদের ভয় দেখিয়ে জঙ্গিরা নিজেদের কাজ হাসিল করছে। ২০ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাকিস্তানের জঙ্গি সংগঠন কাঠুয়া আক্রমণের পিছনে ছিল। স্থানীয়দের ভয় দেখিয়ে নিজেদের কাজ হাসিল করেছে এই জঙ্গি সংগঠন।

জঙ্গিদের কাছে আধুনিক মানের এফ ফোর কার্বাইন রাইফেল এবং প্রচুর বিস্ফোরক ছিল। শহিদদের এই বলিদান বিফলে যাবে না বলে জানিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং জঙ্গি দমনে আরও কঠোর অভিযানের আশ্বাস দিয়েছেন।