আজকাল ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের বাহারিচের পর এবার মধ্যপ্রদেশেও নেকড়ে আতঙ্ক। মধ্যপ্রদেশের খাণ্ডওয়া জেলায় একই পরিবারের পাঁচজন সদস্য এবার নেকড়ের হানার শিকার। শুক্রবার রাতে এই পরিবারের সদস্যরা বাড়ির বাইরে একটি মাঠে শুয়ে ছিলেন। এরপরই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে একটি নেকড়ে।

 

এক মহিলার হাতে গুরুতর আঘাত লেগেছে। পরিবারের বাকি চার সদস্যের হাতও গুরুতর জখম করেছে নেকড়েটি। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই তৎপর হয়ে ওঠে গ্রামবাসীরা। তাঁরা দ্রুত নেকড়েটিকে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়। পরে বন দপ্তরের কর্মীরা সেখানে এসে দেখেন নেকড়েটি মারা গিয়েছে।

 

কীভাবে এই ঘটনা হল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বন দপ্তরের শীর্ষকর্তারা। ফরেস্ট অফিসাররা জানিয়েছেন, এই এলাকাটির সামনেই একটি জঙ্গল রয়েছে। সেখানে যত্রতত্র ঘুরে বেড়ায় বন কুকুর, নেকড়ে এবং শিয়াল। সেখান থেকেই এই নেকড়েটি এসে হামলা চালিয়েছে বলেই খবর। এই রাজ্যে এখনও পর্যন্ত নেকড়ের হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন।

 

ভয়ের চোটে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন ৩৫ জন। উত্তরপ্রদেশের বাহারিচে টানা নেকড়ের হামলার ঘটনা এখন সংবাদ শিরোনামে। বিগত দুমাসের মধ্যে নেকড়ের হামলায় বাহারিচে ১০ জনের মৃত্যু ঘটেছে। তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু। আহতের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে। উত্তরপ্রদেশ সরকার নজন শুটারকে নেকড়ে ধরার কাজে নিযুক্ত করেছে। কিন্তু তাতে গ্রামবাসীদের মনের আতঙ্ক কমছে না। যখন তখন হামলা চালাচ্ছে নেকড়েরা।