আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমে জনপ্রিয়তা কুড়োতে গিয়ে জীবন বাজি রেখে রিল শুটের ভয়াবহ পরিণতি। সাপের কামড়ে বেঘোরে প্রাণ হারালেন এক যুবক। ঘটনায় শোকের ছায়া গ্রামে। পাশাপাশি নেটিজেনরাও ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। 

 

ভয়াবহ ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়। মৃতের নাম, শিবরাজ। তিনি দেশাইপেট গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর আগে গ্রামের এক পথে দাঁড়িয়েই সাপ নিয়ে ভিডিও শুট করেছিলেন তিনি। এই ভিডিওটি শুট করতে শিবরাজের বাবাই জোর করেছিলেন। বাবার অনুরোধে মুখের মধ্যে সাপ ঢুকিয়ে রিল শুট করতে গিয়েই মৃত্যু হল যুবকের। 

 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিষধর কোবরাটি নিয়ে নানা ধরনের বিনোদনে মেতে উঠেছিলেন শিবরাজ। একসময় কোবরার মাথাটি নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নেন। সাপটি ছেড়ে দিয়ে একবার সেটিকে প্রণাম করেন। এরপরই ভয়াবহ ঘটনাটি ঘটে যায়। যদিও সেটি ভিডিওতে ধরা পড়েনি। ওই সাপের কামড়ে বাবার সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শিবরাজ। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। 

 

গ্রামবাসীরা জানিয়েছেন, শিবরাজ ও তাঁর বাবার সাপ ধরাই জীবিকা ছিল। বহুবার সাপ মেরেছেন। স্টান্ট দেখিয়ে সাপ ধরার কাজ পাওয়ার আশা ছিল দু'জনের। স্টান্ট দেখানোর জন্য শিবরাজকে জোর করেছিলেন তাঁর বাবাই। এদিকে জনপ্রিয়তা কুড়োতে যুবকের এই কীর্তির সমালোচনা করছেন নেটিজেনরা।