আজকাল ওয়েবডেস্ক: এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ভিডিও দেখার অভিযোগ তোলায় আট বছরের এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। তোলপাড় কাণ্ড উত্তর প্রদেশের ঝাঁসিতে। অভিযুক্ত শিক্ষক কুলদীপ যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
ক্লাসরুমে শিক্ষক কুলদীপ যাদবের সামনে বসে পড়ুয়ারা। তবে, শিক্ষক পড়াচ্ছেন না! বসে বসে ফোনে অশ্লীল ভিডিও দেখতে মগ্ন তিনি। যা দেখে ফেলে এক ছাত্র। যা ওই ছাত্র ক্লাসরুমে তার অন্যান্য সহপাঠীদের জানায়। এরপরই শিক্ষকের কীর্তিতে হাসাহাসি শুরু করে পড়ুয়ারা। যারপরনাই চটে লালা অভিযুক্ত শিক্ষক কুলদীপ। তখন ওই ছাত্রকে পেয়ে তার চুল ধরে তাঁর মাথা দেয়ালে ঠুকে দেন বলে অভিযোগ। এমনকি ওই ছাত্রকে বেত দিয়েও মারধর করা হয়েছিল বলে শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ়
বিষয়টি জানাজানি হতেই নির্যাতিত পড়ুয়ার বাবা পুলিশে অভিযোগ জানান। বলেন, "শিক্ষক আমার ছেলেকে চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠুকে দিয়েছেন, এতে আমার ছেলের কানে আঘাত লেগেছে। ওই শিক্ষক ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। ছেলেকে বেত দিয়ে মারধরও করেন। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।"
এরপরই অভিযুক্ত শিক্ষক কুলদীপ যাদবকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
