আজকাল ওয়েবডেস্ক:‌ লেহতে নদী পার করতে গিয়ে ভেসে গেল ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় পাঁচ জওয়ান মারা গেছেন। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টা নাগাদ লেহ’‌র দৌলতবেগ ওল্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই সামরিক মহড়া চলছিল। ছিলেন জুনিয়র কমিশনড অফিসারও। নদীতে নামানো হয় ট্যাঙ্কার। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে বোধী নদী পার করার সময় নদীর জলস্তর বাড়তে থাকে। এরপরই নদীতে ভেসে যায় ট্যাঙ্কারটি। মারা যান পাঁচ জওয়ান। প্রত্যেকের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।