আজকাল ওয়েবডেস্ক: লাগাতার হেনস্থার শিকার হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ নেওয়া তো দূরের কথা, পাল্টা ভুয়ো অভিযোগে মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। পাঁচ মাস পর জেল থেকে ছাড়া পেয়ে একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ওই মহিলা। যা ঘিরে উষ্মা প্রকাশ করেছে মহিলা কমিশনও।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কমিশন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২০২৩ সালের আগস্ট মাসে। ওই মহিলা থানায় হেনস্থার অভিযোগ জানাতে গিয়েছিলেন। কয়েকজন রিক্সা চালকের বিরুদ্ধে মহিলা অভিযোগ করেছিলেন, তাঁকে গত চারমাস ধরে ব্যাপক হেনস্থা করা হচ্ছে। অভিযোগ নেওয়া তো দূর অস্ত, মোবাইল ফোনে মহিলার ছবি তুলতে শুরু করে কর্তব্যরত পুলিশ আধিকারিক।
মহিলার অভিযোগ, সেইসময় দুই পুলিশ তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার শুরু করে। কটুক্তি করতেও ছাড়ে না। এই ঘটনার প্রতিবাদ করতেই মহিলাকে গ্রেপ্তার করার হুমকি দেয় পুলিশ। যা ঘিরে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। এই ঘটনার পরেই মহিলাকে গ্রেপ্তার করে, পাঁচ মাস পুলিশি হেফাজতে রেখে দেওয়া হয়।
জেল থেকে বেরিয়েই মহিলা কমিশনে অভিযোগ জানান মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় পুলিশ ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কমিশন। মহিলার বিরুদ্ধে মানব পাচারের ভুয়ো অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানায় তারা।
