আজকাল ওয়েবডেস্ক: চার মাস পর, নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেন সরে দাঁড়াতেই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পদপ্রার্থী কমলা হ্যারিস। প্রেসিডেন্ট পদের জন্য দলের তরফে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরম গ্রামে পুজো দিয়ে কমলা হ্যারিসের জয়ের প্রার্থনায় মগ্ন গ্রামবাসীরা। আমেরিকার নির্বাচন নিয়ে তামিলনাড়ুর গ্রামে এত উন্মাদনা কেন?

তুলাসেন্দ্রপুরমে কমলা হ্যারিসের দাদুর জন্ম। পাঁচ বছর বয়সে দাদুর বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি। তামিলনাড়ুর সঙ্গে ছোটবেলার বহু স্মৃতি রয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই গ্রামের আসেননি কমলা হ্যারিস। গ্রামের নাম একবারও উচ্চারণ করেননি। তা নিয়ে আক্ষেপ থাকলেও আপাতত কমলায় জয়ের প্রার্থনা করছেন সকলে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে যেভাবে উদযাপন করা হবে, তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সকলে।

কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। শ্যামলা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। আমেরিকায় ডোনাল্ড হ্যারিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্যামলা। ডোনাল্ড হ্যারিস জামাইকার বাসিন্দা ছিলেন। ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা ও পড়াশোনা কমলার। প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস জয়ী হলে, প্রথমবার ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট পাবে আমেরিকা।