আজকাল ওয়েবডেস্ক: ৯৬ বছর বয়সি বৃদ্ধার প্রয়াণে শোকস্তব্ধ নয় পরিবার। বরং উদযাপনে মাতলেন সকলে। সামিল হলেন গ্রামের বাসিন্দারা। বৃদ্ধার শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচে মত্ত হলেন সকলে। এমন ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই জেলায়। সম্প্রতি ৯৬ বছর বয়সি বৃদ্ধা বয়সজনিত কারণে প্রাণ হারান। দুই ছেলে ও চার মেয়ের মা ছিলেন তিনি। মৃত্যুর আগে জানিয়ে গিয়েছিলেন শেষ ইচ্ছে। বৃদ্ধার ইচ্ছে ছিল, তাঁর শেষকৃত্যে কেউ যেন কান্নায় না ভেঙে পড়েন। বরং তাঁর মৃত্যুর পর সকলের যেন হাসিমুখ বজায় থাকে। শোক ভুলে, তাঁর আত্মার শান্তিতে সকলে যেন উদযাপন করেন।
বৃদ্ধার শেষ ইচ্ছেপূরণের জন্য শেষযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ করলেন তাঁর নাতি, নাতনিরা। এর পাশাপাশি লোকনৃত্যের আয়োজন করেছিলেন পরিবারের সদস্যরা। লোকগানের শিল্পীরাও গান পরিবেশন করেছিলেন। বৃদ্ধার শেষযাত্রায় নাচে-গানে রীতিমতো মেতে উঠেছিলেন সকলে। পাশাপাশি দেদার খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল।
সম্প্রতি সেই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এর সমালোচনা করেছেন। আবার একাংশের মতে, শোকজ্ঞাপনের বদলে বৃদ্ধার শেষ ইচ্ছেপূরণ করেছেন সদস্যরা। এটাই আসলে শ্রদ্ধাজ্ঞাপন।
