আজকাল ওয়েবডেস্ক: মহিলা সহকর্মীর শৌচকর্মের দৃশ্য মোবাইলে বন্দি করার চেষ্টার অভিযোগ উঠল খোদ এক পুলিশ কর্তার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রামানাথপুরম জেলায়। অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত শনিবারের। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের জেলা সফর উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তায় মোতায়েন ছিলেন অভিযুক্ত সাব-ইন্সপেক্টর ও অভিযোগকারী মহিলা পুলিশ কর্মী। ডিউটি চলাকালীন একটি অস্থায়ী শৌচালয়ে গিয়ে ওই মহিলা পুলিশ কর্মী দেখতে পান, সেখানে একটি মোবাইল ফোন রাখা আছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তৎক্ষণাৎ বড় বাবুদের খবর দেন। পরে পুলিশ পরীক্ষা করে দেখেছে, ফোনটি অভিযুক্ত সাব-ইন্সপেক্টরেরই।

তদন্তকারীদের সূত্রে খবর, ফোনটি উদ্ধার হলেও তাতে এখনও পর্যন্ত কোনও আপত্তিকর ভিডিও মেলেনি। শৌচাগারে ফোনটি কি অসাবধানতাবশত পড়ে গিয়েছিল, নাকি ফন্দি এঁটে ভিডিও করার জন্যই রাখা হয়েছিল- তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অভিযুক্ত ওই পুলিশ কর্মী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

সম্প্রতি এই ঘটনা ঘিরে দক্ষিণে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। শাসক দল ডিএমকে-কে বিঁধে বিরোধীরা সুর চড়িয়েছে। এআইএডিএমকে-র বক্তব্য, "যাঁরা রক্ষার দায়িত্বে, তাঁরাই যদি লালসার শিকার হন, তবে সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়?" বিরোধীদের অভিযোগ, পুলিশ বাহিনীর অন্দরেও মহিলারা এখন সুরক্ষিত নন।

পাল্টা জবাবে শাসক শিবির জানিয়েছে, প্রশাসন এই ঘটনায় হাত গুটিয়ে বসে নেই। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। জানানো হয়েছে, তদন্তে দোষ প্রমাণ হলে কড়া শাস্তি দেওয়া হবে। বর্তমানে পুলিশি তদন্তের রিপোর্টের দিকেই নজর সকলের।