আজকাল ওয়েবডেস্ক: ফের দুর্যোগের কালো মেঘ তামিলনাড়ুর আকাশে। ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর প্রভাব কাটতে না কাটতেই আবারও তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু। চেন্নাই সহ একাধিক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে বুধবার রাত থেকেই। বৃহস্পতিবারেও তা অব্যাহত। এই আবহে তামিলনাড়ুর ১১ জেলায় বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। 

প্রশাসন সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার চেন্নাই, ভিলুপুরম, থাঞ্জাভুর, মায়িলাদুথুরাই, পুদুক্কোট্টাই, কুদ্দালোর, ডিন্ডিগুল, রামানাথপুরম, তিরুভারুর, রানিপেট এবং তিরুভাল্লুর স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর চেন্নাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

মৌসম ভবন সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর উপরে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। বুধবার সকাল থেকে সেটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যার অভিমুখ রয়েছে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় সেটি শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের আরও কাছে আসবে। গভীর নিম্নচাপের কারণে তামিলনাড়ুতে শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

প্রসঙ্গত, ডিসেম্বরের প্রথমেই তামিলনাড়ুর স্থলভাগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'ফেনগাল'। রাজ্য জুড়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। কোথাও ধসে চাপা পড়ে, কোথাও বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান একাধিক বাসিন্দা। 'ফেনগাল' সরতেই আবারও গভীর নিম্নচাপের কারণে দুর্যোগের ঘনঘটা তামিলনাড়ুতে।