আজকাল ওয়েবডেস্ক: সিবিআইকে অপব্যবহার করেছে কেন্দ্র। এই অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। বুধবার রাজ্য সরকারের সেই অভিযোগে মান্যতা দিল শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআইকে অপব্যবহার করা হয়েছে। রাজ্য সরকারের অভিযোগ মেনে নিয়ে কেন্দ্রের যুক্তি খারিজ করে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১৩ আগস্ট।
রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই পরপর মামলায় এফআইআর দায়ের করতেই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যের অভিযোগ ছিল, কোনও অনুমতি ছাড়াই সিবিআই এফআইআর করে তদন্ত করছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য, জেনারেল কনসেন্ট ছাড়া সিবিআই তদন্ত শুরু করতে পারে না। সিবিআইয়ের পাশাপাশি ইডিও অনুমতি ছাড়া তদন্ত শুরু করছে।
অন্যদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটার দাবি, মামলাটি কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে। সিবিআই কেন্দ্রের অধীনস্থ সংস্থা নয়। কেন্দ্র কোনও এফআইআর দায়ের করে না। আদালতেও তথ্য গোপন করা হয়েছে। এই যুক্তিতে মামলা খারিজের দাবি তোলেন তিনি।
রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই পরপর মামলায় এফআইআর দায়ের করতেই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যের অভিযোগ ছিল, কোনও অনুমতি ছাড়াই সিবিআই এফআইআর করে তদন্ত করছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য, জেনারেল কনসেন্ট ছাড়া সিবিআই তদন্ত শুরু করতে পারে না। সিবিআইয়ের পাশাপাশি ইডিও অনুমতি ছাড়া তদন্ত শুরু করছে।
অন্যদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটার দাবি, মামলাটি কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে। সিবিআই কেন্দ্রের অধীনস্থ সংস্থা নয়। কেন্দ্র কোনও এফআইআর দায়ের করে না। আদালতেও তথ্য গোপন করা হয়েছে। এই যুক্তিতে মামলা খারিজের দাবি তোলেন তিনি।
