আজকাল ওয়েবডেস্ক: ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখরকুমার যাদবকে ডেকে পাঠালো পারে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে তাঁকে ডাকা হয়েছে। প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) আয়োজিত সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিচারপতি। 

গত রবিবার প্রয়াগরাজে ভিএইচপি আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি শেখরকুমার বলেন, ''এ দেশটা হিন্দুস্থান। সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ীই দেশটা চলবে''। বিচারপতির ওই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়ে মুখ খোলেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকে। আইনজীবী প্রশান্ত ভূষণ দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নাকে চিঠি দিয়ে ওই বিচারপতির বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করার আর্জি জানান। কপিল সিব্বলের নেতৃত্বে ৫৫ জনেরও বেশি সাংসদ রাজ্যসভার সচিবের কাছে বিচারপতি শেখরকুমারকে ইমপিচ করার আর্জি জানিয়ে নোটিশ জমা দিয়েছেন।

কোনও বিচারপতির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখার জন্য রিপোর্ট চেয়ে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম। সে ক্ষেত্রে সেই বিচারপতি কলেজিয়ামের মুখোমুখি হয়ে নিজের সেই কাজের কারণ ব্যাখ্যা করার সুযোগ পান।