আজকাল ওয়েবডেস্ক: বুধবার, ২৬ মার্চ, রাজ্যসভায় কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি কেন্দ্রীয় সরকারের কাছে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী ভর্তির "উল্লেখযোগ্য হ্রাস" নিয়ে ব্যাখ্যা দাবি করেন। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদীর সরকার শিক্ষা নিয়ে গুরুত্ব দিচ্ছে না।
প্রমোদ তিওয়ারি বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার সময় 'বেটি বাঁচাও, বেটি পড়াও' এর মতো স্লোগান ব্যবহার করেছিল, কিন্তু বাস্তবে এর উল্টোটা ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনে পরিচালিত ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন (UDISE) এর রিপোর্টে সাম্প্রতিক বছরগুলোতে স্কুলে ভর্তির হার "অভূতপূর্ব" ভাবে কমে যাওয়ার কথা বলা হয়েছে।
তিওয়ারি বলেন, এই হ্রাস দেশের আর্থিক বৈষম্য ও অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রতিফলন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও আসামের মতো রাজ্যগুলিতে ক্লাসরুমের ব্যবহার কমে গেছে এবং তেলেঙ্গানা ও পাঞ্জাবে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব দেখা যাচ্ছে।
তিনি মন্তব্য করেন, "এই হ্রাস কেবল সংখ্যা নয়, এটি একটি প্রজন্মের শিক্ষার সুযোগ হারানোর প্রতীক।" তিওয়ারি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, "সরকার কি তার প্রস্তাবিত কাজকে অগ্রাধিকার দেবে নাকি শুধুমাত্র প্রচার ও ইমেজ তৈরি নিয়েই আগ্রহী থাকবে?"
শেষে তিওয়ারি দাবি করেন, সরকার তরুণ প্রজন্মকে শিক্ষিত করতে চায় না, কারণ তারা তখন নিজেদের অধিকারের বিষয়ে প্রশ্ন করতে শুরু করবে।
