আজকাল ওয়েবডেস্ক: পুনের চাকানের রাস্তা। খেলছিল খুদে। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। তারপরেই বিপত্তি। আচমকা খুদের উপর ঝাঁপিয়ে পড়ল একদল সারমেয়। সাত সকালের এই হাড়হিম করা ঘটনা বন্দি হয়েছে সিসিটিভিতে।
নিজের বাড়ির বাইরে খেলছিল খুদে। আচমকা সাত থেকে আটটা কুকুর এসে আক্রমণ করে খুদেকে। খুদের চিৎকার শুনে ছুটে বেরিয়ে আসেন পরিবারের লোকজন। কোনওরকমে উদ্ধার করা হয় ওই শিশুকে।
জানা গিয়েছে, শিশুর আর্ত চিৎকার শুনে বাড়ির বাইরে পরিজনরা ছুটে আসায় বড় কোনও বিপত্তি ঘটেনি। শিশুটির আঘাতের চিকিৎসা চলছে।
মাসখানেক আগে ভয়াবহ ঘটনার সাক্ষী মহারাষ্ট্র। নাগরপুরে এক তিন বছরের শিশুর মৃত্যু ঘটেছিল সারমেয়দের আক্রমণের কারণে। বাবা মাকে ছাড়াই ওই শিশু বাড়ির বাইরে বেরিয়েছিল। একদল কুকুর ওই শিশুর ঘাড়ে কামড় বসায়। গুরুতর আহত ওই শিশুকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। শিশুটির মৃত্যু হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান বলছে ২০২২ এবং ২০২৩-এ কুকুরের কামড়ের পরিমাণ বেড়েছে ২১.৮ লক্ষ থেকে ২৭.৫ লক্ষতে। কেবল মহারাষ্ট্রেই এই ধরনের ৪.৩৫ লক্ষ ঘটনা ঘটেছে।
