আজকাল ওয়েবডেস্ক: বুধবার বড়দিন। এই উপলক্ষ্যে স্টক মার্কেট কী খোলা থাকবে নাকি বন্ধ থাকবে সেবিষয়ে কেউ সঠিক তথ্য কী জানেন। তাহলে জেনে রাখুন আগামীকাল বুধবার স্টক মার্কেট বন্ধ থাকবে। বড়দিন উপলক্ষ্যে বন্ধ থাকবে স্টক মার্কেট। চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালে স্টক মার্কেট বন্ধ ছিল মোট ১৬ দিন। প্রথম ছুটি ছিল ২৬ জানুয়ারি এবং শেষ ছুটির দিন হবে ২৫ ডিসেম্বর।

 

 

চলতি সপ্তাহে তাই চারদিন কাজ হবে স্টক মার্কেটে। এবারে সেনসেক্স এবং নিফটি বেশ খানিকটা নিচের দিকে থাকলেও পরের দিকে খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছে বাজার। নতুন বছরেও ব্যবসায়ীরা তাকিয়ে থাকবে স্টক মার্কেটের দিকে। আগামী বছরে ১৪ দিন বন্ধ থাকবে স্টক মার্কেট। সেখানেও প্রথম ছুটি থাকবে ২৬ ডিসেম্বর এবং শেষ ছুটি থাকবে ২৫ ডিসেম্বর। বিশেষজ্ঞরা মনে করছেন এবার স্টক মার্কেট ফের খুলে গেল বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে।

 

 

মার্কিন বাজারের সঙ্গে তাল রেখে ভারতের স্টক মার্কেট নিজের আগের অবস্থায় ফিরে আসবে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, কর্পোরেট দুনিয়ার সঙ্গে তাল রেখেই কাজ করে স্টক মার্কেট। তবে তার সঙ্গে সরকারের বিভিন্ন নীতি এবং বিশ্বের বাজারের সঙ্গেও সমানভাবে যুক্ত থাকে স্টক মার্কেট। ভৌগলিক নানা বিষয়, মার্কিন বাজারে সুদের হার, ডোনাল্ড ট্রাম্পের ফের ক্ষমতায় ফেরা, আমেরিকার সঙ্গে অন্য দেশগুলির সম্পর্ক সবই স্টক মার্কেটে নিজের ছাপ রাখে। তাই স্টক মার্কেটের দিকে নজর থাকে সকলের। নতুন বছরে বিশ্বের নানা ক্ষেত্রে বেশ কয়েকটি বড় পরিবর্তন হতে চলেছে। সেদিক থেকে দেখতে হলে স্টক মার্কেটের দিকে নজর থাকবে সকলেরই।