আজকাল ওয়েবডেস্ক:  হোলির আনন্দে যখন মাতোয়ারা গোটা দেশবাসী তখন সেখানে পিছিয়ে রইল না বিমান কর্মীরাও। স্পাইসজেটের কর্মীরা একেবারে হোলির আনন্দে মাতিয়ে দিলেন সকলকে। বিমান আকাশে ওড়ার আগে তাঁদের নাচ দেখে রীতিমতো খুশির হাওয়া সেখানে।


হোলিতে যখন গোটা দেশ মেতেছে তখন স্পাইস জেটের কর্মীরাই বাদ থাকেন কেন। তাঁদের হোলির নাচের ভিডিও দেখে সকলেই আনন্দে আত্মহারা। বিমান আকাশে উড়ে যাওয়ার আগেই বিমানের ভিতরে স্পাইস জেটের কর্মীদের নাচ দেখে তখন সকলেই পাগল হলেন।


এক্স হ্যান্ডেলে এই ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হল। সেখানে বালাম পিচকারি গানে যে নাচ দেখেলেন বিমান সেবিকারা তা দেখে মন নেচে উঠল সকল যাত্রীদের। এদিন সকল বিমান যাত্রীদের বিমারে ওঠার পরই তাঁদেরকে কপালে টিকা দিয়ে অভ্যর্থনা জানান বিমান সেবিকারা, তখনও যাত্রীরা বুঝতে পারেননি তাদের জন্য কী অপেক্ষা করে রয়েছে। তবে গোটা বিষয়টি করা হয়েছে বিমান আকাশে ওড়ার আগে। বিমানের নিরাপত্তার কথা ভেবেই এই কাজটি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান সেবিকারা। 

?ref_src=twsrc%5Etfw">March 14, 2025

 

 


তবে যে নাচের তালে সকল যাত্রীদের মন মাতিয়ে দিলেন বিমান সেবিকারা তা দেখে বাহবা না দিয়ে পারা যায় না। একজন কম বয়সী বিমান কর্মীও সেই নাচে যোগ দেন। তবে এই ভিডিও অনলাইনে শেয়ার হতেই রীতিমতো তা সকলের মন কেড়ে নেয়। সামাজিক মাধ্যমে লাইকের বন্যা বয়ে যায়। 

 


অনেকে মন্তব্যে জানিয়েছেন, এই ধরণের স্পাইসি হোলি দেখে সকলের পছন্দ হয়েছে। ধন্যবাদ স্পাইস জেট। অন্য আরেকজন জানিয়েছেন, হোলিকে অন্য মাত্রা দিয়েছে স্পাইসজেট। তাঁদেরকে অনেক ধন্যবাদ। তবে অনেকে একথাও লিখেছেন বিমানের ভিতরে মনোরঞ্জনের এমন ব্যবস্থা করা ঠিক নয়। 

 


তবে নিন্দুকরা যে যাই বলে থাকুক না কেন বিমানের মধ্যে হোলির এই ভিডিও দেখে সকলেই আহ্লাদিত। তারা বিমান সেবিকাদের নাচ রীতিমতো উপভোগ করেছেন। ফলে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।