আজকাল ওয়েবডেস্ক: ফুড ব্লগারদের এখন রমরমা সমাজমাধ্যমে। ভারতীয় ইনফ্লুয়েন্সারদের পাশাপাশি বিদেশীরাও এ দেশে এসে নানা রকম খাবার চেখে দেখছেন। সমাজমাধ্যমে জানাচ্ছেন তাঁদের প্রতিক্রিয়া। সে রকমই একটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেড়েছিলেন দক্ষিণ কোরিয়ানিবাসী তরুণী কেলি কোরিয়ান। ভারতের অন্যতম জনপ্রিয় মিষ্টি গুলাব জামুন। বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে এর জুড়ি মেলা ভার। সেই মিষ্টি প্রথম বার খেয়ে কেমন লাগল কেলির? আসুন দেখে নেওয়া যাক।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kelly Korea (@kelly_korean)
মহারাষ্ট্রে পুনেতে বর্তমানে থাকছেন কেলি। তাঁর ভিডিয়োতে দেখা যাচ্ছে, গুলাব জামুনটির আকার দেখে অভিভূত হয়ে পড়েছেন কেলি। কী ভাবে সেটিকে খেতে হবে, তা নিয়ে সংশয় থাকায় তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন পথচলতি এগিয়ে আসেন এক ব্যক্তি। তাঁর উপদেশ মতো চামচের সাহায্যে একটি ছোট টুকরো মুখে দেন কেলি।
মিষ্টিটি খেয়েই মুখে হাসি ফুটে ওঠে কেলির। তিনি বলে ওঠেন, "এই ভারতীয় মিষ্টিটিকে আমার বেশ পছন্দ হয়েছে।" নিজের সোশ্যাল হ্যান্ডলেও কেলি লিখেছেন, "গুলাব জামুন আমার পছন্দের।"
কেলির এই প্রতিক্রিয়া মন জিতে নিয়েছে অনেক ভারতীয়ের। এক জন তাঁর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, "ভারতীয়দের মন অনেক বড়। তাই ভালবেসে তৈরি কোনও খাবারের আকারও বড় হয়।"
এই প্রথম নয়। এর আগে বরা পাও এবং জিলিপি খেয়েও প্রতিক্রিয়া জানিয়েছিলেন কেলি। সেই ভিডিয়োগুলিও ভাইরাল হয়েছিল।