আজকাল ওয়েবডেস্ক: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে এসসিও। সেখানেই বৈঠক বসেছিল সদস্যরাষ্ট্রগুলির প্রতিরক্ষামন্ত্রীদের। সদস্যরাষ্ট্রগুলি বৈঠকে বসে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে।
তবে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, তার একটি নথিতে সই করেননি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
কারণ কী? কারণ হিসেবে জানা গিয়েছে ওই নথিতে বালোচিস্তানের উল্লেখ থাকলেও, একেবারে উল্লেখ নেই ভারতের পহেলগাঁও হামলার মতো ভয়াবহ ঘটনার। যা নিয়ে গত কয়েকমাসে বিশ্বের সামনে বারবার উদ্বেগ প্রকশ করেছে ভারত।
এবারের বৈঠক হচ্ছে চীনে। এক পক্ষের অভিযোগ, পাকিস্তানের মদতেই মিত্র রাষ্ট্র নথি থেকে ভারতের ভয়াবহ হামলার কথা বাদ দিয়েছে। সূত্রের খবর, পহেলগাঁও হামলা, যার শুরু থেকেই ভারত অভিযোগ করে এসেছে, পাক-মদতেই এই সন্ত্রাসী হামলা, সেই হামলার উল্লেখ না থাকায় যৌথ বিবৃতির নথিতে সই করেননি রাজনাথ সিং। আর এক সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রী সম্মত না হওয়ায় যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়েছে বৈঠক।
