আজকাল ওয়েবডেস্ক: ফের বেলাইন ট্রেন। শনিবার ভোর রাতে লাইনচ্যুত হয় সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা। স্টেশন ছেড়ে এগোনোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। ভোর ৫.৫০ নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে হতাহতের খবর নেই।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত যায় সোমনাথ এক্সপ্রেস। শনিবার সকালে ট্রেনটি জব্বলপুর থেকে ছাড়ার পর দুর্ঘটনা ঘটে। জব্বলপুর থেকে মাত্র ১৫০ মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। জানা গেছে, সামনের দুটি কামরা লাইনচ্যুত হয়। রেলের তরফে জানানো হয়েছে, ‘ট্রেনটি ইন্দোর থেকে আসছিল। জব্বলপুর স্টেশন ছাড়ার পরই দুটি কামরা লাইনচ্যুত হয়। ট্রেনটি জব্বলপুরে ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।’
প্রসঙ্গত, বিগত প্রায় দেড় বছরে একাধিক ট্রেন দুর্ঘটনার খবর ঘটেছে। বহু যাত্রী তাতে প্রাণ হারিয়েছেন। শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অন্তত নয় জন। সেটা ছিল চলতি বছরের জুন মাস। তার আগে গত বছরের সেই জুনেই ভয়াবহ দুর্ঘটনায় মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৯৬ জন যাত্রী। এছাড়াও একাধিক ট্রেন দুর্ঘটনার খবর ঘটেছে।
