আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল দিক থেকে ভারতে শুরু হল নতুন দিক। বেঙ্গালুরুতে চালু হল দেশের প্রথম ইউপিআই ক্রেডিট কার্ড এবং ইউপিআই চালিত ব্যাঙ্কের ব্রাঞ্চ। এই কাজটি প্রথম শুরু করল স্লাইস। তারা এই কাজ করে ইতিমধ্যে সকলের নজর কেড়ে নিয়েছে।


স্লাইসের এই ইউপিআই ক্রেডিট কার্ডে কোনও বার্ষিক ফি লাগবে না। এখান থেকে আপনি নিজের ইচ্ছামতো ইউপিআই লেনদেন করতে পারবেন। ফলে সেখানে গ্রাহকদের কাছে থাকবে বাড়তি সুবিধা। 


এখানে পেমেন্ট করতে হলে গ্রাহকরা শুধু নিজেদের কিউ আর কোডটি স্ক্যান করবেন। তারপরই নিজের ইচ্ছামতো টাকার অঙ্ক আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানেই শেষ নয় স্লাইসের পক্ষ থেকে প্রতিটি লেনদেনের ওপর ৩ শতাংশ করে ক্যাশব্যাকের অফারও দেওয়া হয়েছে। 


বর্তমানে ভারতের মোট ৪০০ মিলিয়ন মানুষ ইউপিআই দিয়ে লেনদেন করে থাকেন। ফলে এই ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় স্লাইস। তাই তারা এই নতুন সিস্টেমকে চালু করেছে। স্লাইসের এক কর্তা জানিয়েছেন, তার ৪০ বছর কাজের জীবনে তিনি নানা ধরণের মাইলস্টোন দেখেছেন। তবে এমন একটি বিষয়ের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে ধন্য বলে মনে করছেন।


ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) হল একটি তাৎক্ষণিক রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম যা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন ব্যবহার করে অর্থ পাঠাতে এবং গ্রহণ করতে দেয়। UPI লেনদেনগুলি সাধারণত নিরাপদ এবং সুবিধাজনক, এবং এটি P2P (পিয়ার টু পিয়ার) এবং P2M (পিয়ার টু মার্চেন্ট) উভয় ধরনের লেনদেন সমর্থন করে।


তবে যেভাবে স্লাইস নতুন এই কাজটি শুরু করল তাতে অনেকেই মনে করছেন এটি আগামীদিনে ব্যাঙ্কগুলির ভবিষ্যৎ হতে চলেছে। সেখান থেকে দেখতে হলে ব্যাঙ্কগুলিতে গিয়ে লম্বা লাইনে থাকার দিন শেষ হবে। দ্রুত লেনদেনকে আরও সুরক্ষিত করতে পারবে এই ধরণের ব্যবস্থা। ফলে সেখান থেকে গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন যা ডিজিটাল ভারতের ক্ষেত্রে তৈরি হবে একটি বড় দিক।